ধাতু দুর্বলতা বা পাতলা বীর্য ঘন বা গাঢ় করার মহাঔষধ।
ধাতু দুর্বলতা রােগঃ
অনেকেই ওপর থেকে দেখতে বেশ হৃষ্ট-পুষ্ট কিন্তু স্ত্রী-সহবাসে অক্ষম হয়। অনেক সময় পুরুষের এই অক্ষমতার জন্য নারী তার স্বাভাবিক কামেচ্ছা পূরণের জন্য পর-পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে। এক্ষেত্রে নিম্নবিধি মতাে চিকিৎসা করা যেতে
পারে--
1) যদি বীর্য পাতলা হয় তাহলে ৫০ গ্রাম তুলসীর বীজ ও ৫০ গ্রাম মিছরি একসঙ্গে মিশিয়ে রেখে দিন। সকালে ১০ গ্রাম এই তুলসী বীজ ও মিছরি চুর্ণ মুখে দিয়ে খানিকটা বা এক গ্লাস গরুর দুধ পান করুন। এটি নিয়মিত ১০ দিন পর্যন্ত সেবন করতে হবে।
(2) বার-বার বা ঘন ঘন হস্তমৈথুন সহবাস করার ফলে মানুষের বীর্য পাতলা ও বীর্যে শুক্রাণু দুর্বল হয়ে যায়। বীর্যের পরিমাণও কম হয়ে যায়। এমতাবস্থায় ২ গ্রাম দারুচিনি চূর্ণ সকাল-সন্ধ্যে দুধের সঙ্গে সেবনের করতে হবে।
(3) ৬ মি. লি. পেঁয়াজের রস ৩ গ্রাম ঘি এবং আড়াই চামচ মধু এক সঙ্গে মিশিয়ে রােজ সকাল-বিকাল পান করে এক গ্লাস চিনি মেশানাে দুধ পান করুন এতে বল-বীর্য বৃদ্ধি হয়।
(4) ১০ গ্রাম সিমুলের ছাল দুধে মেড়ে বা বেঁটে তাতে মিছরি মিশিয়ে প্রতিদিন সেবন করলে বীর্যের দোষ নষ্ট হয় ।
(5) ১ গ্রাম জায়ফলের চূর্ণ সকালে টাটকা জলের সঙ্গে সেবন করতে পারলে অল্পদিনেই ধাতুর দুর্বলতা দূর হয় এবং স্তম্ভন শক্তি বৃদ্ধি পায়।
(6) শীতকালে ২-৩ টি করে খেজুর ঘিয়ে ভেজে নিয়ে নিয়মিত সকালে রােগীকে খেতে দিন। তারপর এলাচ, চিনি ও কোঁচ দিয়ে ফোটানাে দুধ পান করতে দিন। এটি উত্তম ধাতু পুষ্টিকারক।
(7) ২৫০ গ্রাম ঘিতে খােসাওয়ালা কলাইয়ের ডাল ভেজে চুর্ণ তৈরি করুন। তারপর তাতে ১২০ গ্রাম ভুরা চিনি বা Brown Sugar মিশিয়ে রেখে দিন। প্রতিদিন ২০ গ্রাম মাত্রায় ঘি ও মধু মিশিয়ে রােগীকে সেবন করুন।
(8) এলাচদানা, জয়িত্রী, বাদামের শাঁস, গরুর দুধের মাখন এবং চিনি সবগুলাে একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে ধাতু পুষ্টি হয়।
9) অমলতাসের ছালের খুব মিহি চুর্ণ দু’গ্রাম নিয়ে তাতে 4 গ্রাম চিনি মিশিয়ে গরুর দুধের সঙ্গে সকাল-সন্ধ্যে সেবন করলে বীর্য বৃদ্ধি হয় এবং শারীরিক বল বাড়ে।
(10) কোঁচের বীজের চূর্ণের সঙ্গে তালমাখানা ও মিছরি সম মাত্রায় মিশিয়ে ১ গ্রম মাত্রায় গরম দুধের সঙ্গে সেবন করলে ধাতু ঘন হয় পৌরুষ শক্তি বাড়ে।
(11) বীর্যের দুর্বলতার ২০০ মি. লি. গরুর দুধে এক চামচ মধু মিশিয়ে পান করলে বীর্যের অভাব পূর্ণ হয়। শরীরে স্ফুর্তি আসে।
.
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব, #ফাইমোসিস #প্যারাফাইমোসিস #সিফিলিস, #গনোরিয়া, #একশিরা এবং #অর্শ প্রভৃতিসহ যেকোনো যৌন বা গুপ্ত সমস্যার আয়ুর্বেদিক ঔষধ এর মাধ্যমে সুচিকিৎসা করা হয়। কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
• এ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 👇
Mobile📱+91-8981518696
• আরো জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন 👇
Website 🌍 www.drroysclinic.com
No comments:
Post a Comment